অনেকেই হুজুগে গুজবে তাল দিচ্ছেন: মেয়র আতিকুল

‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বুধবার সকালে রাজউক উত্তরা মডেল কলেজে
ছবি: প্রথম আলো

হুজুগ ও গুজব—বিষয় দুটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে যেকোনো বিষয়ে গুজব রটানো হচ্ছে। কোনো কিছু না বুঝে অনেকেই হুজুগে এসব গুজবে তাল দিচ্ছেন।
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে আজ বুধবার সকালে আয়োজিত এক সেমিনারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আতিকুল ইসলাম বলেন, ‘সৃষ্টিকর্তা সবাইকে বোঝার ক্ষমতা দিয়েছেন। কোনটা সঠিক, কোনটা বেঠিক, তা আমরা বুঝতে পারি, বিচার-বিশ্লেষণও করতে পারি। এই বুদ্ধি ও জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে। তা না হলে সামনের দিকে এগোনো যাবে না।’
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, ‘তোমরাই আগামীর ভবিষ্যৎ। তাই তোমরা যদি মানুষের মতো মানুষ না হও, তবে এই সোনার বাংলার কী হবে? ৩০ লাখ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো, সে দেশে আমরা কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতির চর্চা কেন করব, কেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াব? অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নগরের খাল-নালা পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীদের মনও পরিষ্কার করতে চান জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের পুরোদস্তুর বাঙালি হতে হবে। তাহলে কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি থাকবে না। বাঙালির প্রকৃত সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।’
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে উত্তর সিটির মেয়র বলেন, এতে অপরাধ কার্যক্রম থেকে দূরে থাকা সম্ভব। ডিএনসিসি এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫৪টি ওয়ার্ডে মেয়রস কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট ও ভলিবলে প্রতি ওয়ার্ডে দল থাকবে।

সেমিনারের শুরুতে কিশোর গ্যাং অপসংস্কৃতির ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় শিক্ষার্থীরা একসঙ্গে অঙ্গীকার করেন, ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন।’

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হকসহ কলেজটির শিক্ষকেরা ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।