আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে আর্থিক সহায়তা ডিএনসিসির

তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়
ছবি: প্রথম আলো

রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার দুপুরে ২৭৭ জন বস্তিবাসীর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

গত ২০ মার্চ রাত পৌনে নয়টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। দুই শতাধিক ঘর পুড়ে যায়। তবে কারও মৃত্যু হয়নি। পরদিন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের আর্থিক সহায়তার ঘোষণা দেন।

ওই ঘোষণার পর ঢাকার জেলা প্রশাসনের দেওয়া তালিকার ভিত্তিতে আজ এই আর্থিক সহায়তা দেওয়া হলো। মেয়রের পক্ষে আর্থিক সহায়তার টাকা তুলে দেন ডিএনসিসি অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (১০ নম্বর ওয়ার্ড) আবু তাহের উপস্থিত ছিলেন।

সাহায্য পেতে বেলা দেড়টার পর থেকেই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ান। তবে টাকা দেওয়া শুরু হয় আরও আধা ঘণ্টা পর। জেলা প্রশাসনের দেওয়া তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। তালিকায় থাকা অনেক পুরুষ ওই সময় অনুপস্থিত থাকায় তাঁদের পক্ষে স্ত্রীদের হাতে টাকা তুলে দেওয়া হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন
ছবি: প্রথম আলো

মফিজুল ইসলামের পক্ষে আর্থিক সহায়তার টাকা নেন তাঁর স্ত্রী বিনু আক্তার। টাকা হাতে পাওয়ার পর তিনি প্রথম আলোকে বলেন, ‘আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখনো খোলা আকাশের নিচে থাকছি। পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিলে রান্না করছি। এই টাকায় কিছু খাবার আর হাঁড়ি-পাতিল কিনব।’

আর্থিক সহায়তা বস্তিবাসীর উপকারে আসবে জানিয়ে নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী এখনো মাথা গোঁজার ঠাঁই পাননি। পোড়া ঘর মেরামত করতে পারেননি। মেয়র নগদ যে আর্থিক সহায়তা দিয়েছেন, এটা অনেকের ঘর তৈরিতে কাজে আসবে।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলেন, জেলা প্রশাসন ২৭৯ জন বস্তিবাসীর তালিকা দিয়েছিল। কিন্তু তালিকার দুটি ঘরে তথ্যের ত্রুটি থাকায় দুজন বাদে বাকি ২৭৭ জনের হাতে সহায়তার ১৩ লাখ ৮৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল খালেক মজুমদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।