default-image

রাজধানীর আজিমপুরে আজ বুধবার সকালে নির্মাণাধীন একটি ভবনের লিফট ছিঁড়ে প্রকৌশলীসহ নিচে পড়ে তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত তিনজন হলেন প্রকৌশলী মেহেদি হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)।

ওই ভবনের প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় প্রকৌশলী মেহেদি হাসানসহ তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করছিলেন। সকালে ভবনের মালামাল ওঠানোর অস্থায়ী লিফটে ১৮তলা থেকে নিচে নামার সময় লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেহেদি ডান পায়ে ও বাকি দুজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য পড়ুন 0