ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে সৃষ্ট পরিস্থিতি আরও পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
আজ মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিতভাবে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। আর মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে সশরীর সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। এই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তবে আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করার জন্য। ইতিমধ্যে পোল্যান্ড এবং রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সেখানকার বাংলাদেশিদের ফিরিয়ে আনাসহ সব বিষয়ই তাঁরা পর্যবেক্ষণ করছেন।’
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ অভিযানের পঞ্চম দিন চলছে। এদিন বেলারুশ সীমান্তে ইউক্রেনীয় ও রুশ প্রতিনিধি দলের আলোচনায় বসার কথা রয়েছে।