সোনিয়া মেহজাবিন
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির মূল মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান ও ই-অরেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমানউল্লাহ চৌধুরী।

ই-অরেঞ্জের মালিকপক্ষ প্রতারণামূলকভাবে এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ এনে গত মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় একটি মামলা হয়। মামলাটি করেন তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক।

মামলায় সোনিয়া, মাসুকুর, আমানউল্লাহ ছাড়াও মালিক বীথি আকতার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা কাওসার আহমেদসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করা হয়।

মামলা দায়েরের দিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সোনিয়া ও মাসুকুর। কিন্তু আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে গুলশান থানা-পুলিশ আমানউল্লাহকে গ্রেপ্তার করে। মামলায় পলাতক রয়েছেন বীথি আকতার ও কাওসার আহমেদ।

এদিকে ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে পুলিশ। গত ২০ জুলাইয়ের হিসাব অনুযায়ী, দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা ছিল।

ই-অরেঞ্জের অফিশিয়াল নাম ই-অরেঞ্জ ডট শপ। দুই বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ট্রেড লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠান এটি।

আরও পড়ুন

ই-অরেঞ্জের ব্যাংক হিসাবে আছে মাত্র ৩ কোটি টাকা

আরও পড়ুন

ই–অরেঞ্জের গ্রাহক ও সম্পদ কত, জানতে চায় বাণিজ্য মন্ত্রণালয়