পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, বুলবুল নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন। তাঁর পায়ে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে চিকিৎসক বুলবুলের। তিনি শেওড়াপাড়া এলাকায় থাকতেন। সকালে নোয়াখালী যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন ।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮) নিহত হন। সে সময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।