ওয়ারীতে বাস চাপায় দুজনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীতে হানিফ ফ্লাইওভারের ঢালে বাস চাপায় দুজন নিহত হওয়ার ঘটনায় চালক রাকিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে ওয়ারী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

শনিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় শেখ ফরিদ (২৮) ও বাদশা আলী (৩২) নামে দুই পথচারী নিহত হন। নিহত দুজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, ওই বাসটি ছিল মেঘলা পরিবহনের। ওয়ারীর মুরগি পট্টির কাছে হানিফ ফ্লাইওভারের ঢালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আহত হন কয়েকজন। বাসটি জব্দ করা হয়েছে।

স্বজনদের সূত্রে জানা গেছে, শেখ ফরিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগরে। বাবার নাম আবদুল মালেক। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাদশা আলীর বাড়ি বগুড়া সদরে। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। তিনি থাকতেন যাত্রাবাড়ীর কাজলায়।