কঠোর বিধিনিষেধের দশম দিনে ঢাকায় গ্রেপ্তার ৭৯১

চলমান কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের তৎপরতা
ফাইল ছবি

সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ শনিবার রাজধানীতে বিনা কারণে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম আজ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে ৩৬১ গাড়িকে ৯ লাখের বেশি টাকা জরিমানা করেছেন।

এদিকে গতকাল সরকারি বিধিনিষেধ অমান্য করায় র‍্যাবের ১২৫টি ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ১৪৫ জনকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেন। বিধিনিষেধ কার্যকর করতে সারা দেশে র‍্যাবের নিরাপত্তাচৌকি সক্রিয় ছিল। র‍্যাব মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক মাইকিং, প্রচারপত্র এবং বিনা মূল্যে আড়াই হাজার মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। পাশাপাশি র‍্যাব ৯০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করে।