কদমতলীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাসেল (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় জুরাইন কমিশনার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেলের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। তাঁর বাবার নাম মো. আবুল হোসেন। রাসেল কদমতলীর আলী বহরে একটি মেসে ভাড়া থাকেন।
রাসেল ট্রাকের বালু নামানোর শ্রমিক ছিলেন। বালু নামানোর জন্য ট্রাকটি পেছন দিকে এলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চাপা লেগে রাসেল নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।