কমলাপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় রাজধানীর কমলাপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সকাল পৌনে আটটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানায়।
অলি গার্মেন্টসের এলাকাটি কমলাপুর বাস ডিপোর কাছে। এটি ছয়তলা ভবনে অবস্থিত। এর ষষ্ঠ তলাতেই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন সকাল সোয়া নয়টায় প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও এবং সদর দপ্তর থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এরশাদ হোসেন আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।