কাঠমান্ডু বিমানবন্দর চালু, যাবে না বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমানবন্দরটি ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে সেখানে ফ্লাইট চালু করছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ বুধবার এ কথা জানান বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার প্রথম আলোকে বলেন, কাঠমান্ডু বিমানবন্দর খুলে দেওয়া হলেও বিমানের ফ্লাইট সেখানে আপাতত চলবে না। পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বিমান আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি ও কলকাতা ফ্লাইট স্থগিতের সময় বৃদ্ধি করেছে।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের সবগুলোই বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে লন্ডন, দুবাই ও কুয়ালালামপুরে বিমানের ফ্লাইট চালু রয়েছে। এ ছাড়া চীনের গুয়াংজু ও হংকংয়ে কার্গো ফ্লাইট পরিচালনা করছে বিমান।