কাপ্তানবাজারে আগুন নিয়ন্ত্রণে, ১ জনের মৃত্যু
রাজধানীর কাপ্তানবাজারে আজ শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বলছে, ভোর পৌনে পাঁচটার দিকে পাইকারি বাজারে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে সকাল আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়।