দুর্ঘটনার পর হাফিজুর রহমানের লাশ রাস্তায় পড়ে ছিল। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে
ছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৩৭) ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে।

পুলিশ জানায়, কারওয়ান বাজার থেকে ফার্মগেট যাওয়ার পথে ব্যাংক এশিয়ার সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে মোটরসাইকেলের চালকের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর রহমান। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহীর ডান পা ভেঙে গেছে।

মোটরসাইকেলের আরোহী ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, এলিফ্যান্ট রোড থেকে ৩০০ টাকা ভাড়ায় মিরপুরের বাসায় যাচ্ছিলেন তিনি। কারওয়ান বাজার এলাকায় সাদা রঙের একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুর্ঘটনার পর হাফিজুর রহমানের লাশ রাস্তায় পড়ে ছিল। রাত সোয়া ৮টার পর লাশ রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক তাওফিক প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি ফার্মগেট থেকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা হয়েছে কি না, তা জানাতে পারেননি তিনি।

পুলিশ জানায়, হাফিজুরের বাবার নাম ইলিয়াছ শেখ। নিহতের কাছে পাওয়া মুঠোফোন নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।