কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক ফারুক গ্রেপ্তার: র্যাব
প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকা এক ব্যক্তিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. গোলাম ফারুক। তাঁকে প্রতারক বলছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণামূলকভাবে মহাসড়কের জমি ক্রয়-বিক্রয়সহ ব্যাংকে বন্ধক দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গোলাম ফারুক।
গ্রেপ্তার গোলাম ফারুক হত্যাচেষ্টা মামলার আসামি বলেও জানিয়েছে র্যাব।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফ অনুষ্ঠিত হবে।