রাজধানীর দক্ষিণখান থেকে মডার্নার টিকাসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে দক্ষিণখানের একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে বিজয়কে ১৮ আগস্ট রাতে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন বিজয়কে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত সেদিন বিজয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর রিমান্ড আবেদনের শুনানির জন্য আজকের (সোমবার) দিন ধার্য করেন।
দক্ষিণখান থানার পুলিশ বলছে, ক্লিনিকটিতে অভিযান চালানোর সময় মডার্নার টিকার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। এ ছাড়া মডার্নার টিকার খালি বাক্সও পাওয়া যায়।
ক্লিনিকটি দক্ষিণখানের হাজিপাড়া এলাকায় অবস্থিত। বিজয়কে গ্রেপ্তারের পর পুলিশ প্রথম আলোকে জানিয়েছিল, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ আগস্ট রাতে ক্লিনিকটিতে অভিযান শুরু করা হয়। এ সময় সেখানে কয়েকজন টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পরে ক্লিনিকটি থেকে পুলিশ দুই অ্যাম্পুল মডার্নার টিকা ও বেশ কিছু খালি বাক্স জব্দ করে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আজিজের ভাষ্য, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় বলেছেন, একেকটি অ্যাম্পুল থেকে ১৪ জনকে টিকা দেওয়া হচ্ছিল। টিকা দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে তিনি ৫০০ টাকা করে নিচ্ছিলেন।
বিজয়ের বিরুদ্ধে দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুই দিনের রিমান্ডে পেল পুলিশ।