রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে অ্যাঞ্জেল খান পাপিয়া (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাঁদের ধারণা ওই নারীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পাপিয়ার বাবা নিজাম উদ্দিন উজ্জ্বল ব্যাপারী নামের একজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা। পুলিশ বলছে, আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর দুই বছর ধরে বনশ্রীর ওই বাসায় উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে থাকতেন পাপিয়া। পাপিয়ার লাশ উদ্ধার হওয়ার পর থেকে উজ্জ্বল ব্যাপারী পলাতক। খিলগাঁও এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন তিনি।