প্রতীকী ছবি

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে ইশরাত জাহান ওরফে মিতু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।
লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক শেখ সাহানুর রহমান।

পুলিশ জানায়, ইশরাত ও নাঈম আহমেদ দম্পতির তিন ছেলে–মেয়ে। বড় ছেলের বয়স ৫ বছর, মেজ ছেলের বয়স ৩ বছর, আর সবার ছোট মেয়েটির বয়স মাত্র ৯ মাস। ২০১৪ সালে ইশরাতের সঙ্গে নাঈমের বিয়ে হয়। নাঈমের বাবা ফরিদ আহমেদ একটি আবাসন প্রতিষ্ঠানের কর্ণধার।

গুলশান থানার পুলিশ জানায়, গৃহবধূ ইশরাত জাহান গুলশানের একটি বহুতল ভবনের নয়তলায় স্বামী নাঈম আহমেদের সঙ্গে বসবাস করতেন। সোমবার বেলা একটার পর বাসার নিচতলায় ইশরাতের লাশ পড়ে ছিল। খবর পেয়ে গুলশান থানা–পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইশরাতের মৃত্যু ঘটনার তদন্ত হচ্ছে। ইশরাতের স্বামী দাবি করছেন, পারিবারিক কলহের জের ধরে নয়তলা বাসার ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান থানার পরিদর্শক শেখ সাহানুর রহমান জানান, গৃহবধূ ইশরাতের বাবা–মা এখনো থানায় অভিযোগ দেননি। তবে ইশরাতের স্বামীসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।