গুলিস্তানে বাসচাপায় দুজনের মৃত্যুর ঘটনায় চালকের দোষ স্বীকার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুজনের মৃত্যুর ঘটনায় মেঘলা পরিবহনের বাসচালক রাকিব শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ সোমবার তিনি এ স্বীকারোক্তি দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।

গত শনিবার রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ উড়ালসড়কের ঢালে বাসচাপায় নিহত হন শেখ ফরিদ ও বাদশা আলী। এ ঘটনায় ফরিদের ভাই মো. শাকিল বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ওয়ারী থানায় মামলা করেন। পরে র‍্যাব অভিযান চালিয়ে শনিবার রাতে ওয়ারী থেকে রাকিব শরীফকে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা সানোয়ার জানান, বাসচাপায় দুজন নিহতের ঘটনায় ওয়ারী থানা-পুলিশ বাসচালক রাকিব শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাকিবের গাড়ি চালানোর লাইসেন্স ছিল না বলে তিনি আদালতের কাছে স্বীকার করেন।

নিহত শেখ ফরিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগরে। বাবার নাম আবদুল মালেক। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাদশা আলীর বাড়ি বগুড়া সদরে। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। তিনি থাকতেন যাত্রাবাড়ীর কাজলায়।