চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে গাড়িচাপায় গেল প্রাণ
রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়কে পিকআপের চাপায় এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মুক্তারা বেগম। তাঁর বয়স ৪৭ বছর।
পুলিশ জানায়, মুক্তারার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্যম মহিষায়। তাঁর স্বামীর নাম আরব আলী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মুক্তারার সঙ্গে একটি ব্যবস্থাপত্র ছিল। ব্যবস্থাপত্রের তথ্য অনুযায়ী তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
পুলিশ জানায়, তারা জানতে পেরেছে, মুক্তারা চিকিৎসা নেওয়ার জন্য মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন। ইনস্টিটিউটের সামনে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বেলা ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, মুক্তারা মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যাওয়ার সময় দ্রুতগতির পিকআপের চাপায় নিহত হন। চালকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে।