default-image

রাজধানীর লালমাটিয়ায় রোববার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নিহত গৃহকর্মী রোকেয়ার (১৮) বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়। তিনি ঢাকায় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির বাসায় কাজ করতেন। প্রায় দেড় বছর আগে তিনি কাজে যোগ দেন।

বিজ্ঞাপন

জহিরুল বলেন, রোববার সকালে রোকেয়া তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে তিনি ছাদে যান। হঠাৎ লোকজনের হইচই শুনে নিচে নেমে দেখেন রক্তাক্ত অবস্থায় রোকেয়া পড়ে আছে। সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রোকেয়ার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য করুন