জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের মানববন্ধন

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটছবি: প্রথম আলো

প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি জানিয়েছে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ঐক্যজোটের সদস্যসচিব তাজুল ইসলাম ফরাজী বলেন, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অর্থকষ্টে দিন পার করছেন। তিনি আগামী ৩১ মার্চের মধ্যে জাতীয়করণ বা এমপিওকরণ ঘোষণার দাবি জানান।

মানববন্ধন থেকে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবি জানান শিক্ষকনেতারা। দাবিগুলো হলো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি করা।

বক্তারা বলেন, ৮ দফা দাবি না মানলে ১০ এপ্রিল থেকে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক শিক্ষক অংশ নেন।