জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

প্রতীকী ছবি: প্রথম আলো।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ ৯ আগস্ট, সোমবার। ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা নিয়ে এই সভা হবে।

গতকাল রোববার এক তথ্যবিবরনীতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাতটায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আরও পড়ুন