জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন উপলক্ষে চিত্র প্রদর্শনী
জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ইমব্রেস ফ্রেন্ডশিপ: জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ। প্রখ্যাত চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রিন্টমেকিং অনুষদের অধ্যাপক আনিসুজ্জামানের চিত্রকর্ম এই প্রদর্শনীর মূল আকর্ষণ। দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপানিজ কৌশল উডকাট প্রিন্টমেকিং পদ্ধতিতে চিত্রকর্মগুলো তৈরি করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে অবস্থিত বে’স এজওয়াটারের এজ গ্যালারিতে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আগামী ৫ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি জাপান ও বাংলাদেশের মধ্যে গৌরবময় বন্ধুত্বকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছে। নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় এবং জাপান-বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় ও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানটি সফলভাবে উদ্বোধন করার জন্য আমি জেটিআইকে অভিনন্দন জানাই। একই সঙ্গে প্রখ্যাত শিল্পী অধ্যাপক আনিসুজ্জামানকেও অভিনন্দন জানাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেটিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নীল ক্যুপল্যান্ড।