টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিছু কিছু স্থানে এখনো আগুন জ্বলছে। সেগুলো নেভানোর চেষ্টা চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
আগুনে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে।
এর আগে ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে চারটি ইউনিট টঙ্গী ফায়ার সার্ভিসের। বাকি চারটি ইউনিট রাজধানীর উত্তরা এসেছে।