ডিআরইউর নেতৃত্বে নজরুল ও নূরুল
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নজরুল ইসলাম সভাপতি ও নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নজরুল ইসলাম ৪৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নূরুল ইসলাম পেয়েছেন ৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খান ৩৩৬ ভোট পেয়েছেন।
নজরুল ইসলাম জার্মান সংবাদ সংস্থার (ডিপিএ) বাংলাদেশ প্রতিনিধি। আর নূরুল ইসলাম বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহসভাপতি পদে ওসমান গণি, যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন জয়ী হয়েছেন।
এ ছাড়া নারী সম্পাদক পদে তাপসী রাবেয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন ও কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ ও আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল-আমিন, এস কে রেজা পারভেজ নির্বাচিত হয়েছেন।
এদিকে কার্যনির্বাহী সদস্যপদে তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ সমান (৬৪৪) ভোট পেয়েছেন। তাঁদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে বর্তমান কমিটি।
এবার ডিআরইউ নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৭২২ জন, ভোট দিয়েছেন ১ হাজার ৪৫৪ জন। একটি ভোট বাতিল হয়েছে।