ডিএনসিসির করোনা হাসপাতালে আনসারের ৩০ সদস্য

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা সহযোগী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০ সদস্য যোগ দিয়েছেন।

রাজধানীর মহাখালীতে অবস্থিত এ হাসপাতালে গত শনিবার ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে তাঁরা যোগ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির হাসপাতালে যোগ দেওয়া আনসার সদস্যরা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক বছর মেয়াদি প্রশিক্ষণ নিয়েছেন। তাঁরা করোনা রোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়ন, করোনা রোগীদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ও করোনায় মৃত ব্যক্তিদের দাফনে অংশ নিয়ে আসছেন।