ঢাকার কিছু এলাকায় আজ ২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

গ্যাসফাইল ছবি

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য বড় মগবাজারের জাহাবক্স লেন (গাবতলা) এলাকায় আজ কাজ করা হবে। এ জন্য তৎসংলগ্ন কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনকাজের জন্য আজ বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো বড় মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকা।

আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।