রাজধানীর যাত্রাবাড়ীর মাছ বাজারে গতকাল মঙ্গলবার গভীর রাতে টোকাইদের ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন।নিহত ট্রাকচালকের নাম খোকন মিয়া (২৯)। তিনি ট্রাকে মাছ পরিবহন করতেন।
খোকন সপরিবারে যাত্রাবাড়ীর কাজলায় থাকতেন। তাঁর বাবার নাম শামসুল হক। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে খোকন ট্রাকে করে মাছ নিয়ে যাত্রাবাড়ী মাছ বাজারে আসেন। এ সময় তিনি কয়েকজন টোকাইশ্রেণির কিশোর-তরুণকে টাকা ছিনতাই করে চলে যেতে দেখেন। তিনি তাদের বাধা দেন। একপর্যায়ে তারা খোকনের পেটে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে আহত খোকন কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকেন। পরে লোকজন তাঁকে উদ্ধার করেন। দিবাগত রাত সোয়া চারটার দিকে দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান আজ বুধবার প্রথম আলোকে বলেন, ঘটনার পর মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন টোকাই কিশোর-তরুণকে আটক আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহিনুর রহমান বলেন, খোকনকে ছুরিকাঘাতে হত্যার সম্পৃক্ততা পাওয়া গেলে আটক টোকাইদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হবে।