ঢাবিতে মোদিবিরোধী বিক্ষোভে হামলা, প্রথম আলোর সাংবাদিকসহ আহত ১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভে হামলার পর সংঘাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারও রয়েছেন।


মোদির বাংলাদেশে আসার এক দিন আগে আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর এলাকায় বাম সংগঠনগুলো ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে বিক্ষোভ করছিল। রাত আটটার দিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাতে হামলা চালান বলে বাম সংগঠনগুলোর অভিযোগ।


ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ প্রথম আলোকে বলেন, তাঁদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। রাত আটটার দিকে উপাচার্য চত্বরের সামনে পৌঁছালে ছাত্রলীগের লোকজন প্রগতিশীল ছাত্রসংগঠনের সদস্যদের বেধড়ক পিটিয়ে জখম করেন।


হামলায় প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারসহ কর্তব্যরত বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। আসিফসহ ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ছাত্রলীগের কর্মী। সাংবাদিক বাদে অন্যরা বাম ছাত্রসংগঠনের সদস্য।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত নয়টার দিকেও লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের কয়েক শ নেতা–কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়ে ছিলেন।


হামলার বিষয়ে ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বাম ছাত্রসংগঠন মোদির কুশপুত্তলিকা পোড়াতে গেলে তা ছিনিয়ে নিয়েছিলেন ছাত্রলীগের নেতা–কর্মীরা।