default-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন৷

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের দুটি পদ রয়েছে৷ একটি সহ-উপাচার্য (প্রশাসন), অন্যটি সহ-উপাচার্য (শিক্ষা)৷ সহ-উপাচার্য (শিক্ষা) পদে এতদিন দায়িত্ব পালন করছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাসরীন আহমাদ৷ টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর সম্প্রতি সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হয়৷ এই শূন্যপদেই পদেই নিয়োগ পেলেন এ এস এম মাকসুদ কামাল৷

বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আগে সহ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন৷ তিনি উপাচার্য হওয়ার পর এই পদে নিয়োগ পান সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ৷

সহ-উপাচার্য (শিক্ষা) পদে নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি৷ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও আছেন তিনি৷ অধ্যাপক মাকসুদ কামাল এ ছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য৷ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা' সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন এই শিক্ষক৷

বিজ্ঞাপন
রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য করুন