ক্যাম্পাস থেকে নিখোঁজ শিক্ষার্থী

মাজিদুল হক প্রধান
ফাইল ছবি

দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহিদুল হক প্রধানের ছোট ভাই ও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সের ছাত্র মাজিদুল হক প্রধান (২৬)। পুলিশ বলছে, তাঁর খোঁজ চলছে, শিগগিরই ভালো খবর আসতে পারে।

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবনের বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মাজিদুল। পরদিন তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিদুল হক প্রধান।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশিদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘মাজিদুলের খোঁজ চলছে। এখন তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। আমরা তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পেরেছি। আশা করছি, এ ব্যাপারে শিগগিরই ভালো খবর আসতে পারে।’