default-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রথম ডোজের টিকা নেওয়ার দুই সপ্তাহ পর তাঁর করোনা শনাক্ত হয়। তিনি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও দুজন সহকারী প্রক্টর করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রক্টর গোলাম রব্বানী আজ শনিবার দুপুরে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম আলোকে জানান। করোনায় আক্রান্ত দুই সহকারী প্রক্টর হলেন এ বি এম আশরাফুজ্জামান ও আবু হোসেন মুহম্মদ আহসান।

বিজ্ঞাপন

প্রক্টর প্রথম আলোকে বলেন, ৩ মার্চ তিনি করোনার প্রথম ডোজের টিকা নেন। ১৮ মার্চ তাঁর করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। এই মুহূর্তে তিনি মৃদু জ্বর ছাড়া শারীরিক কোনো জটিলতা অনুভব করছেন না। রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য করুন