default-image

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে।

তথ্যমন্ত্রী এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।

১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হন।

বিজ্ঞাপন

দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ১৯৮ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৯৪৩ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার।

মন্তব্য পড়ুন 0