দক্ষিণখানে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের মধুবাগের মাস্টারপাড়ায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আজ শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে মধুবাগ মাস্টারপাড়ায় ইউনিসের বাড়িতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, সরু রাস্তায় ঢুকতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়। সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা হয়েছিল। কিন্তু সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিরে আসে।