দেশে বুদ্ধিজীবীরা এখনো নিপীড়নের শিকার হচ্ছেন: বিএফইউজে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

শহীদ বুদ্ধিজীবীরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলেন বলেই কর্তৃত্ববাদী পাকিস্তানি গোষ্ঠী তাদের হত্যা করেছিল। দেশের বুদ্ধিজীবীরা এখনো নিপীড়নের শিকার হচ্ছেন।

সরকারি নিপীড়নে অনেক বুদ্ধিজীবী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই আলোচনা সভার আয়োজন করে।

এ সময় বিএফইউজের মহাসচিব নুরুল আমিন শহীদ বুদ্ধিজীবী হত্যার সঠিক তদন্ত দাবি করেন। তিনি আরও বলেন, দেশে যদি মানবাধিকার থাকত, তাহলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে আটকে রাখা হতো না। আজকে আইনের দোহাই দিয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না।

নুরুল আমিন বলেন, ‘আমি বলব, আইনের জন্য মানুষ না, মানুষের জন্য আইন। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাজপথে আন্দোলন করতে হবে। আর সেই আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারব।’

ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীসহ দুই সংগঠনের নেতারা।