ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আকবর।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের শুনানির সময় হাসান আল মামুন নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। গত বছরের ২ নভেম্বর হাসান আল মামুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি এখন কারাগারে আছেন।
২০২০ সালের ২২ সেপ্টেম্বর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। রাজধানীর লালবাগ থানায় করা মামলাটি তদন্ত করে গত ১৭ জুন নুরুল হকসহ পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ। তবে হাসান আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
ওই শিক্ষার্থীর অভিযোগ, আসামি হাসান আল মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন।