default-image

রাজধানীতে ‘ধূমপানবিরোধী ছাতা মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাকমুক্ত দিবস-২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি তোলা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে পুরান ঢাকার ওয়ারীতে গিয়ে শেষ হয়। মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শতাধিক লোক ছাতা নিয়ে মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, ‘করোনাকালে যেখানে সব ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, সেখানে দেশি-বিদেশি তামাক কোম্পানিগুলো বিড়ি-সিগারেটকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে তুলনা করেছে।

তারা শিল্প মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে অবৈধ প্রজ্ঞাপন বের করে, তামাকের বিক্রি ও উৎপাদন অব্যাহত রেখেছে।’

মন্তব্য পড়ুন 0