মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘জাতির পিতার জন্মবার্ষিকীতে কেক কাটার প্রয়োজন নেই। কিন্তু জাতির কাছে অনেক কিছুর বিষয়ে বার্তা দেওয়ার আছে। আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই। এখন আমাদের ঝুড়িভর্তি অনেক কিছু আছে। আমাদের কেউ দাবায় রাখতে পারে নাই। এটাই আমাদের বার্তা।’
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে মেয়র বলেন, সব শহরেই চ্যালেঞ্জ আছে। কিন্তু সেই চ্যালেঞ্জ অতিক্রম করে কীভাবে এই শহরকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সে জন্য নতুন পরামর্শ দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদে বাগান করা হলে ১০ শতাংশ গৃহকর মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কর্মসূচিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, রাশিয়া, ডেনমার্ক, সৌদি আরব, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, ফিলিস্তিন, ভিয়েতনাম, কসোভোর রাষ্ট্রদূতেরা গাছের চারা রোপণ করেন।