নটর ডেমের ছাত্রের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনের তদন্ত কমিটি
ময়লা বহনকারী গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে সংস্থার প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈমকে। অপর দুই সদস্য হলেন পরিবহন শাখার মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস ও যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান।
আজ বুধবার সন্ধ্যায় দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তার বিস্তারিত তুলে ধরা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ পেশ করতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নাঈম হাসানকে চাপা দেয় সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়িটি। এর প্রতিবাদে গুলিস্তান ও সিটি করপোরেশনের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।