খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় রাজধানীর অন্তত সাতটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আনন্দ–উচ্ছ্বাসে বর্ষবরণ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন রাত একটার দিকে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত অন্তত সাতটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর ও খিলগাঁওয়ে ঘটনাগুলো ঘটেছে।
এরশাদ হোসেন বলেন, আগুন লেগেছে বাসার ছাদ ও সড়কে ওপরে ঝোলানো তারে। প্রতিটি ঘটনায় দুটি করে ইউনিট পাঠানো হয়েছে। সব কটিতেই আগুনই নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত বড় কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। অধিকাংশ আগুনই ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে এসব অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।