নিহত আহসান কবিরের সন্তানদের পড়ার খরচ দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লোগো

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে বর্জ্য পরিবহনের গাড়ির (ডাম্প ট্রাক) চাপায় নিহত আহসান কবির খানের সন্তানদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আজ সোমবার করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটির বর্জ্য পরিবহনের একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আহসান কবির খান নিহত হন। গাড়িটি মো. হানিফ ওরফে ফটিক চালাচ্ছিলেন। তাঁর ড্রাইভিং লাইসেন্সটি ছিল পেশাদার হালকা যানের (প্রাইভেট কার বা জিপ)। যে গাড়ি চাপা দেয়, সেটি ছিল আইচার কোম্পানির একটি ডাম্প ট্রাক। যান্ত্রিক শাখার এ গাড়ির নম্বর পরী-৫১২৮। গাড়িটি ১০ চাকার একটি ভারী যান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মার্চ সিটি করপোরেশনের সর্বোচ্চ ফোরামের (বোর্ড সভা) ২য় পরিষদের ১১তম সভায় নিহত আহসান কবির খানের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় আহসান কবিরের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে সন্তানদের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

নিহত আহসান কবিরের স্ত্রী নাদিরা পারভীনের অনুকূলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। গত বছরের ২৫ নভেম্বর থেকে এই আর্থিক অনুদান কার্যকর করা হবে।

নিহত আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভীন প্রথম আলোকে বলেন, ‘আমার সন্তানদের বাবা বেঁচে নেই। এই অবস্থায় মেয়র আমার ছেলে ও মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এমন সিদ্ধান্তের জন্য মেয়র মহোদয়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আশা করছি, শিগগিরই এই অর্থ দেওয়া শুরু হবে।’

আরও পড়ুন

নিহত আহসান কবির খানের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাদমান শাহরিয়ার দশম শ্রেণিতে আর মেয়ে সাফরিন কবির চতুর্থ শ্রেণিতে রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে।