পলাশীর মোড়ে ছুরিকাঘাতে আহত ২

প্রতীকী ছবি।

রাজধানীর পলাশীর মোড়ে ছুরিকাঘাতে শাকিল আহমেদ (২০) ও রানা (২০) নামে দুই তরুণ আহত হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আহত দুজন ও হামলাকারীরা আগে থেকেই পরস্পরের পরিচিত। পুরনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শাকিল ও রানা প্রথম আলোকে জানান, তাঁরা দুজন নিউমার্কেটের সামনের রাস্তায় প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন। রাত নয়টার দিকে কাজ শেষে দুজনে বাড়ি ফিরছিলেন। পলাশীর মোড়ে পৌছলে পাঁচ–ছয়জন তরুণ তাঁদের পথ আটকে দাঁড়ান। একপর্যায়ে তাঁরা শাকিল ও রানার হাতে–পায়ে ছুরিকাঘাত করেন। তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁরা দুজন নিজেরাই হাসপাতালে যান।

এই বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা পূর্ব পরিচিত। আগে থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে তাঁরা শাকিল ও রানাকে ছুরিকাঘাত করে। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে যা। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে ।