পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, বিএনপির ১৩ নেতা-কর্মী কারাগারে
রাজধানীতে মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারার ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামসহ দলটির ১০ নেতা-কর্মীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় বিএনপির আরও ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর।
মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতের কাছে আবেদন করেছিলেন পল্টন থানার এসআই জাহিদুল আলম।
রিমান্ডের আদেশ পাওয়া অপর ৯ আসামি হলেন মোহাম্মদ আলী মান্নান, মফিকুল ইসলাম, সোহেল সিকদার, জহিরুল ইসলাম, কাজী ইমতিয়াজ আহমেদ, মো. মিন্টু, ফারহান আলী, মনিরুল ইসলাম ও সাদেকুর রহমান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারার ঘটনায় করা মামলায় পল্টন থানা-পুলিশ ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামসহ ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। তাঁদের মধ্যে রফিকুলসহ ১০ জনকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া অপর ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, গতকাল রোববার বিকেলে পূর্ব অনুমতি না নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যেতে থাকেন। এ সময় আসামিরা সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তাঁরা। ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।