ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
ঈদ কড়া নাড়ছে দরজায়। নিম্ন আয়ের মানুষের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে। তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক, গয়না, জুতা, স্যান্ডেল, অন্য প্রসাধনীসহ পছন্দের পণ্য কিনতে তাঁরা ভিড় করছেন ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে।
আজ দুপুরের পর রাজধানীর মতিঝিল, গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেট, মিরপুর-১ নম্বর ও মিরপুর-১০ নম্বর এলাকায় গিয়ে দেখা যায়, মূলত নিম্ন আয়ের লোকজনকে কেন্দ্র করে এসব এলাকায় রাস্তার পাশে ফুটপাতে প্রচুর দোকান খোলা হয়েছে। যানবাহন কম থাকায় রাস্তা ফাঁকা হওয়ার কারণে কিছু কিছু দোকান বসানো হয়েছে রাস্তার ওপরই।
ব্যবসায়ীরা বলছেন, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও তাঁদের দোকানে কেনাকাটার জন্য আসছেন। কম বাজেটের মধ্যে ক্রেতাদের পছন্দ হয় এমন বাহারি নকশা ও রঙের সব পোশাকের সংগ্রহ রয়েছে ফুটপাতের দোকানেও। তাই ক্রেতাদের কোনো না কোনো জিনিস পছন্দ হচ্ছে আর কিনেও নিচ্ছেন।
দুপুরে মতিঝিলের পূবালী ব্যাংক ভবনের সামনে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে মানুষের ভিড় দেখা যায়। বিক্রেতারা কাঠের চৌকিতে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, বাচ্চাদের জামাসহ নানা ধরনের জিনিসের পসরা নিয়ে বসেছেন। বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতা-বিক্রেতার দরদামে মুখর ছিল ওই এলাকা।
সেখানেই একটি অস্থায়ী কাঠের চৌকিতে বড়দের পাঞ্জাবি বিক্রি করছিলেন মো. ওহাব আলী। বিক্রি ভালো হচ্ছে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুপুরের মধ্যে সাড়ে ১৬ হাজার টাকার বিক্রি হয়েছে। প্রতিটি পাঞ্জাবি ৫৫০ টাকা হিসাবে প্রায় ৩০টি বিক্রি করেছি।’
রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা নীলা আক্তার। কেনাকাটা করছিলেন ওই জায়গাতেই। সঙ্গে তখন ছেলে সাজ্জাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বছর গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে না। তাই আজকে কেনাকাটায় বের হয়েছি। মতিঝিল থেকে ছেলের জন্য দুটি করে শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি নিয়েছি।’ অন্য কেনাকাটা খিলগাঁও এলাকার স্থানীয় মার্কেট থেকে হয়েছে বলে জানান তিনি।
গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনের সড়ক ও বিপরীত পাশের সড়কেও দেখা মেলে একই দৃশ্য। সড়কে গাড়ির চাপ কম থাকায় অস্থায়ী দোকানগুলো বসানো হয়েছে রাস্তার অনেকটা জুড়ে। সেখানে কেনাকাটা করতে আসা বেশির ভাগ ক্রেতা নিম্ন আয়ের লোকজন। এঁদের কেউ কেউ ঢাকাতেই ঈদ পালন করবেন, তাই আজ কেনাকাটা করছেন। কেউ কেউ আবার গ্রামে যাচ্ছেন। তাই গন্তব্যে রওনা দেওয়ার আগে তাঁরা টুকিটাকি জিনিস কিনে নিচ্ছেন।
কাঁধে ও হাতে ব্যাগ নিয়ে কেনাকাটা করছিলেন বাশার উদ্দিন। বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। মাওয়া দিয়ে ফেরিতে পদ্মা নদী পার হয়ে বাড়ি যাবেন বলে জানালেন। কী কিনছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছেলের জন্য একটা বেল্ট কিনলাম। মেয়ে ও স্ত্রীর জন্য কানের দুল ও চুড়ি কিনেছি।’ এই টুকিটাকি জিনিস এই জায়গাতেই পাওয়া যায় বলে আগে কেনেননি বলেও তিনি জানান।
রাজধানীর ফার্মগেট ও মিরপুর এলাকার ফুটপাত ও খোলা জায়গায় গিয়ে একই দৃশ্য চোখে পড়ে। সেখানেও অনেক ফুটপাত ও খোলা জায়গার অস্থায়ী দোকান থেকে কেনাকাটা করছেন। মিরপুর-১ নম্বর শাহ-আলী মার্কেটের সামনের খোলা জায়গায় ও ফুটপাতে এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে বিআরটিএ কার্যালয়ের দিকে যাওয়ার রাস্তায় প্রচুর অস্থায়ী দোকান বসেছে।
মিরপুর-১ নম্বর এলাকার শাহ আলী মার্কেট এলাকায় ফুটপাতের দোকানি সেলিম মিয়া প্রথম আলোকে, ফুটপাতে ঈদের এক-দুই দিন আগেই সবচেয়ে বেশি বেচাবিক্রি হয়। তখন লোকজন হুমড়ি খেয়ে পড়ে। শেষ সময়ে বিক্রেতারাও সীমিত লাভে পণ্য বিক্রি করে দেন।
ক্রেতাদের উপস্থিতি ভালো জানিয়ে অনেক ব্যবসায়ী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বিরতির পর এ বছর পুরোদমে কোনো বিধিনিষেধ ছাড়া বেচাবিক্রি হচ্ছে।