ফেরিতে যাবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি যান: বিআইডব্লিউটিসি

ফাইল ছবি

কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ জুন থেকে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ১ জুলাই থেকে সারা দেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। তবে পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত গাড়ি এবং রিকশা চলাচলের সুযোগ রয়েছে। খোলা রাখা হয়েছে কিছু প্রতিষ্ঠানও।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম জানান, মানবিক কারণে কোনো কোনো ব্যক্তিগত গাড়ি পারাপার করা হতো। তবে আজ থেকে আরও কড়াকড়ি আরোপ করা হবে।