বংশালে আগুনে শিশুসহ দগ্ধ ৩, আহত ৬

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বংশালে গ্যাসের লাইন থেকে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু। ভবনটির কিছু অংশ ভেঙে পড়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বংশালের আলুবাজারে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়ে ভবনটিতে আগুন লাগে।

দগ্ধরা হলেন মো. কামাল হোসেন (৩৫), সেলিনা আক্তার (৩০) ও নওরীন জাহান (৭)। ওই একই ঘটনায় আহত হয়েছেন শিলা (৩০), মলিনা (২১), মারুফ (১২), নুসরাত (১), আরিফা (৬) ও আসাদুল্লাহ (৪) নামে আরও ছয়জন। আগুনের আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আহত হন তাঁরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, কামালের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আর শিশুসহ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।