বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্ট হয় তীব্র যানজট। এ অবস্থায় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।
প্রগতি সরণির কুড়িল কাজীবাড়ি এলাকায় অবস্থিত ওয়েমার্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আজ বুধবার সকাল ১০টার দিকে সড়কে অবস্থান নেন। তাঁরা গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে নামার কথা জানান।
শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে অবস্থান নেওয়া পোশাকশ্রমিক মনির হোসেন বলেন, ‘আমরা অক্টোবর মাসের বেতন পাইনি। ব্যাংক থেকে টাকা ওঠাতে না পারার কারণে বেতন দেওয়া যাচ্ছে না বলছে মালিকপক্ষ।’
সড়ক অবরোধে অংশ নেওয়া শ্রমিকেরা ব্যাংকের বিরুদ্ধেও স্লোগান দেন।
ইমরান নামের এক শ্রমিক বলেন, ‘প্রতি মাসের ৫, ৭ বা ১০ তারিখের মধ্যে আমাদের বেতন দেওয়া হয়। কিন্তু অক্টোবর মাসের বেতন এখনো দেওয়া হয়নি। ফলে আমরা বিপদে পড়েছি।’
পোশাকশ্রমিকেরা অবস্থান নিলে প্রথমে সড়কের এক দিকে যানজট সৃষ্টি হয়। পরে সড়কের অপর দিকেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন। ভোগান্তির শিকার যাত্রীরা এ সময় ক্ষোভ প্রকাশ করেন।
আসমানী পরিবহন নামের একটি বাসের চালক মো. রিপন বলেন, সকাল ১০টা থেকে আটকে আছেন। বাসে অনেক যাত্রী ছিল। পরে প্রায় সবাই বাস থেকে নেমে চলে গেছেন।
আবদুল্লাহ নামের আরেক বাসের চালক বলেন, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে না। অনেক যাত্রী ছিল। সবাই নেমে গেছে। আজ অনেক ক্ষতি হয়ে গেল।