বালুবোঝাই ট্রাক উল্টে মহাখালী–বিমানবন্দর সড়কে যানজট

বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে বালুবোঝাই ট্রাক উল্টে সড়কে পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট হয়। এ কারণে সীমাহীন ভোগান্তিতে পড়ে মহাখালী হয়ে বিমানবন্দরগামী মানুষ। তবে সড়কের অন্য পাশের বিমানবন্দর এলাকা থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।

আজ বুধবার সকালে বিমানবন্দর এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় এ পথে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বালুবোঝাই ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মোহাম্মদ আশফাক উদ্দিন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের টার্মিনাল নির্মাণের কাজে ব্যবহৃত বালুবোঝাই একটি ট্রাক সকালে সড়কে উল্টে যায়। এতে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের যাত্রীরা যানজটে নাকাল হয়েছেন। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে।