বাসচাপায় দুর্জয় নিহত, চালকের সহকারী গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনায় ওই বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম চান মিয়া। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ থেকে র্যাব তাঁকে আটক করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় দুর্জয়। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্জয়ের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে রামপুরায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সকালে বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন শুরু করে।