বিধিনিষেধ অমান্য করায় ঢাকায় গ্রেপ্তার ৫৮৫
সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ শুক্রবার রাজধানীতে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।
ইফতেখায়রুল ইসলাম আরও জানান, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪১৪ জন গাড়ির মালিককে ৮ লাখ সাড়ে ৯২ হাজার টাকা জরিমানা করে।
এদিকে আজ সরকারি বিধিনিষেধ অমান্য করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ১৬৪ জনকে ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। বিধিনিষেধ কার্যকর করতে সারা দেশে র্যাবের ১৯২টি টহল দল ও ১৯২টি নিরাপত্তাচৌকি সক্রিয় ছিল। র্যাব মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক মাইকিং, প্রচারপত্র ও বিনা মূল্যে আড়াই হাজার মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। পাশাপাশি র্যাব ২৪২টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করে।